অর্থ:পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুসলিমদের প্রবিত্র গ্রন্থ হলো কুরআন মুসলিমরা(যারা প্রকৃতি মুসলিম) সবাই কুরআন পড়ে। হ্নিন্দু(সনাতন ধর্ম) ভাইদের প্রবিত্র গ্রন্থ ৮৯ টি কিন্তু ব্রাম্মণ ছাড়া আর সাধারণ কোনো হ্নিন্দু(সনাতন ধর্ম) ধর্ম পড়তে পারে না। আজ আমি আর বেশি কথা বলবো না হ্নিন্দু(সনাতন ধর্ম )ও মুসলিম ভাইদের একটা কথা আগে বলি নিজ ধর্ম সম্পর্কে জানি তার পর অন্য ধর্ম সম্পর্কে সমলোচনা করি।
ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যকার স্বাদৃশ্য পার্থক্য ভালো এবং মন্দের গঠনমূলক সমালচনা করার জন্য এই ব্লগটি সর্বসাধারণেরর জন্য উন্মুক্ত করা হল।।